পাঁচ মাসে ১৫ লাখ টাকা দেওয়ার শর্তে মো. আসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করল রাজধানীর গুলশানের বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। লিখিতভাবে এমন প্রতিশ্রুতি দিয়ে আজ রোববার সন্ধ্যায় মরদেহ বুঝে নেন স্বজনেরা। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও আসলামের স্বজনেরা এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর মগবাজারের দিলু রোডের বাসিন্দা আসলামকে গত ৩ জুলাই ফুসফুসে সমস্যাজনিত কারণে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার রাত তিনটার দিকে চিকিত্সাধীন অবস্থায় মারা যান...

